গাজীপুর: র্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের মুল হোতা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উত্তরা টঙ্গী ও রামপুরা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দখল থেকে লুন্ঠিত টাকাও উদ্ধার হয়েছে।।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) র্যাব-১ উত্তরা এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলো ঘটনার মূলহোতা ভোলার লালমোহন থানার শাহজাহান বারির ছেলে হামিম ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ী থানার মৃত আকবর আলীর ছেলে মো: জিন্নাহ মিয়া(২৭), টঙ্গীর হাতেম আলীর ছেলে আমিন হেসেন(৩০), দিনাজপুরের কাহালোর ইউসুফ আলীর ছেলে রুবেল ইসলাম(৩৩) ও গাইবান্ধা জেলার সাদলাহপুর থানার সিরাজুল ইসলামের ছেলে আশিকুর রহমান(৪১)।
র্যাব জানায়, গত ০৬ জুন ২০২৪ তারিখ বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কতিপয় ভুয়া র্যাব পরিচয়ে কারখানার ০৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। উক্ত ঘটনায় কারখানা কর্তৃকপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর আভিযানিক দল রাজধানীর রামপুরা ও উত্তরা এবং গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই এর ঘটনার মূলহোতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি খেলনা পিস্তল, দুটিটি র্যাব জ্যাকেট, দুটি র্যাবের ক্যাপ, একটি হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।