বগুড়ায় “বঙ্গবন্ধু শিশু কিশোর” মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে শুক্রবার বগুড়া শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি গৌতম কুমার দাসের সভাপতিত্বে বেলা ৩ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-রাজী জুয়েল।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি অরুণ তালুকদার, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস, অর্থ বিষয়ক সম্পাদক রাম গোপাল পোদ্দার, স্থপতি অভি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শোয়েব শাহরিয়ার, শ্যামল বিশ্বাস, রিপন দত্ত, ফওজিয়া আখতার পুতুল, মোঃ মোজাম্মেল হক, মোঃ আসাদ হোসেন প্রমুখ।উক্ত প্রতিযোগিতায় ৪ টি বিভাগে চিত্রাংকন, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, ছড়াগান, পল্লীগীতি, সাধারণ নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি ও অভিনয় বিষয়ে প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *