বগুড়ার শেরপুরে শাহজামাল সিরাজী ধুনটে সনি ও নন্দীগ্রামে রানা জয়ী

Slider রাজশাহী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদের শেষ দফা নির্বাচনে বগুড়ায় নন্দীগ্রামে আনোয়ার হোসেন রানা, শেরপুরে শাহ জামাল সিরাজী এবং ধুনটে আসিফ ইকবাল সনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার, ৫ জুন/২৪, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২১ জনকে আটক করা হয়েছে। এছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ জামাল সিরাজী মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ভোটের ভিত্তিতে এই ফলাফল পাওয়া গেলেও ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা বিষয়ে আনীত অভিযোগ রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিস্পত্তি না হওয়ায়, নির্বাচন কমিশন থেকে এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।এদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নূরে আলম সনি তালা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূরুন নাহার শিখা হাঁস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি (আনারস) ৪০ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিআইএম নুরুন্নবী তারিক (ঘোড়া) পেয়েছেন ৩৪ হাজার ৩৬২ ভোট।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন রিপন (তালা) ৪৩ হাজার ৬৪৮ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চপল মাহমুদ (টিউবয়েল) পেয়েছেন ৩২ হাজার ২৭৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা জাহান (সেলাইমেশিন) ৩১ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেবেকা সুলতানা রেবা (ফুটবল) পেয়েছেন ২৩ হাজার ৭০৩ ভোট। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ আনারস প্রতীক পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট।চেয়ারম্যান পদে অন্য দুইজন প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু মন্ডল (ঘোড়া) পেয়েছেন ৬৬৭ ভোট এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (দোয়াত কলম) পেয়েছেন ৫৯৪ ভোট। ১ লাখ ৫৭ হাজার ১৯০ ভোটারের মধ্যে ৭০ হাজার ৬৯১জন ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরা হার ৪৪ দশমিক ৯৭।ভাইস চেয়ারম্যান পদে দুলাল চন্দ্র মোহন্ত মাইক প্রতীকে ৩৬ হাজার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভ আহমেদ টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। অন্য দুই জনের মধ্যে আমিনুল ইসলাম চশমা প্রতীকে ২৫৩২ এবং ইলিয়াস আলী তালা প্রতীকে পেয়েছেন ১৪০৬ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে শ্রাবন্তী আকতার বানু হাঁস প্রতীকে ৪০ হাজার ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খালেদা বেগম কলস প্রতীকে ২৮ হাজার ৬৬২ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *