মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার “শুভেচ্ছা আবাসিক হোটেল” থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার, ২ জুন/২৪, বেলা সাড়ে ১১টার দিকে ওই হোটেলের একটি কক্ষের বাথরুম থেকে আশামনি নামের ওই নারীর ও বিছানা থেকে শিশু সন্তান আব্দুল্লাহর (১১) মৃতদেহ উদ্ধার করা হয়।