গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সহ ১০ পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সাধারণ সম্পাদক সহ ১২ পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে। বিগত বেশ কয়েক বছরের মধ্যে এটি বিএনপির জন্য সবচেয়ে ভালো ফলাফল। সভাপতি পদে এডভোকেট রফিক উদ্দিন আহমেদ পেয়েছেন ১০১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ড. সহিদউজ্জামান পেয়েছেন ৮০১ ভোট।
আজ শুক্রবার এই ফলাফল ঘোষিত হয়। গতকাল অনুষ্ঠিত হয় নির্বাচন।
ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন, সভাপতি পদে এডভোকেট রফিক উদ্দিন আহমেদ,সহসভাপতি পদে দিনেমার ইসলাম, সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা সম্পাদক জিনাত রত্না, সদস্য পদে মো: মাসুদ, মো: মামুন, আল আমিন, নাবিল আশিক, সেলিনা আক্তার ও ফারহানা আক্তার বিজয়ী হয়।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন, সহসভাপতি হাসিনা আক্তার বিথী,সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম,কোষাধ্যক্ষ রাশেদ খান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক টিটু, অডিটর আল আমিন, লাইব্রেরী সম্পাদক সবুজ মিয়া সাজু ও ক্রীড়া সম্পাদক বেনজির আহমেদ। সদস্য হলেন, নাজমুল হাসান, লুতফর রহমান, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা ও রেবেকা আক্তার।