প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরাই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করছে বলে অভিযোগ করেছেন বিরোধী জোটের শীর্ষনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, আওয়ামী লীগ মুখে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা আসলে কোন ধর্মে বিশ্বাস করে না। তাদের কাছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কেউই নিরাপদ নয়। সব ধর্মের লোকই তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। তারা হিন্দুদের জায়গা-জমি তো দখল করছে, হিন্দুদের মন্দির ভেঙে সেখানে নিজেদের প্রতিষ্ঠান তৈরি করছে। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। তাদের পায়ের নিচে মাটি নেই, তাই কোনো রকমে ক্ষমতা আকড়ে ধরার চেষ্টা করছে। যত জরিপই চালাক যদি তাই হতো তাহলে নির্বাচন দিতে ভয় কেন? নির্বাচন দিয়ে দিক। প্রমাণ হবে মানুষ কাকে চায়, কাকে চায় না। আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সাপের চেয়ে কোন অংশে কম নয়। এ জন্য সবাইকে সাবধান থাকতে হবে, যেন তারা দংশন করতে না পারে। তিনি বলেন, আমাদের হিন্দু-মুসলমানদের মধ্যে কিছু ঘাটতি আছে। হিন্দু পরিবারগুলোকে বুঝাতে হবে শুধু নৌকা ও আওয়ামী লীগ বললেই হবে না। তাদের বুঝতে হবে বিএনপি সকল ধর্মে বিশ্বাসী একটি দল। ২১ শতকে এসে পুরোনো চিন্তা করলে আপনারা ভুল করবেন। তাই আপনাদের বিবেক ও চেতনার পরিবর্তন করতে হবে। আর এ জন্যই আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক জয়ন্ত কু-ু প্রমুখ উপস্থিত ছিলেন।