ঝিনাইদহ: গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ রয়েছে। এ সময় কার্যালয়ের সামনে পুলিশের পাহারা দেখা যায়।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, গ্যাস ও বিদ্যুতের মূল বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের জন্য সকালে নেতাকর্মীরা জড়ো হয়। কিন্তু পুলিশ তাদের অফিসে ঢুকতে দেয়নি।
তবে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতা হতে পারে এ কারণে জেলা বিএনপি নেতাদের মিছিল না করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এসআর