আল্লাহর রহমতে স্বস্তি ফিরেছে,

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

গাজীপুর: কয়েক দিনের টানা দাবদাহে প্রচন্ড গরমে অস্থির মানুষের জীবনে স্বস্তি ফিরেছে। সকাল থেকে আচমকা বৃষ্টি জনজীবনে প্রশান্তি এনে দিয়েছে। তপ্ত জনপদ এখন শান্ত হয়ে গেছে। পথচারীরা বলছেন, আল্লাহর রহমতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

আজ শনিবার সকাল আটটা থেকে টঙ্গী গাজীপুর সহ জেলার বিভিন্ন স্থানে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে। ছুটির দিনে গরমকে পরাজিত করে হঠাৎ বৃষ্টি ধরণীকে শান্ত করে দিয়েছে। রাগী প্রকৃতি অভিমান ভেঙে উত্তপ্ত ধরণীতে স্বস্তি ফিরিয়ে দিচ্ছে।

টঙ্গী স্টেশন রোড এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টি এখনো মুসলধারে শুরু হয়নি। আকাশে মেঘের গর্জন চলছে।

গাজীপুর শহরের জোরপুকুর রোডের রঙ ব্যবসায়ী এম আর এস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মাফিকুর রহমান সেলিম বলেন, টানা গরমের পর রহমতের বৃষ্টি পড়ছে। এখন স্বস্তি লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *