কাকরাইলে বাসচাপায় নিহত ২  

Slider টপ নিউজ

90740_accident

রাজধানীর কাকরাইলে রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনে বাসচাপায় দুই অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে রাজমনি ঈশা খাঁ হোটেলের পূর্ব পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। রমনা থানার এস আই তাপস পাল জানান, নিহত রুবেল হোসেন (২৮) তেলের লরি চালাতেন। এই দুর্ঘটনায় তার সহকারী আশিক হোসেনও (২৫) নিহত হয়েছেন। তাদের দু’জনের বাড়ি ঢাকার দোহারে। এছাড়া গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফিরোজ মিয়াকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, একটি মামলায় সাক্ষ্য দিয়ে কুষ্টিয়া থেকে ফিরছিলেন রুবেল ও আশিক। গাবতলীতে বাস থেকে নেমে তারা অটোরিকশায় করে যাত্রাবাড়ী যাওয়ার পথে  কাকরাইলে দুর্ঘটনায় পড়েন। পল্টনের দিক থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি তার নিচে চাপা পড়ে। এরপর বাসটি পাশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ভবনের দেয়াল ভেঙে ঢুকে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *