টঙ্গীতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট,বাঁধা দেয়ায় আহত এক

Slider গ্রাম বাংলা

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে রান্না ঘরের জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এসময় বাধা দিতে গেলে শফিকুর রহমান সবুজকে (৩৭) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দলের সদস্যরা।
শনিবার(১১ মে) ভোর রাতে স্থানীয় দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুলের মূলফটকের উলটো পাশে এমরান ভিলায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পিবিআই, সিআইডি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার এমরান ভিলা নামে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রীল কেটে বাসার ভিতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে ওই বাসার বাসিন্দা আহসান উল্যাহ ও তার পরিবারের সদস্যদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে শফিকুর রহমান সবুজ নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাসায় থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও ২ টি মোবাইল ফোন লুটে নিয় ডাকাতরা। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে গুরুতর আহত সবুজকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *