ঢাকা: বেসিক ইন্টেলিজেন্স কোর্স পরীক্ষায় এ গ্রেড পেয়ে ১ম স্থান অর্জন করেছে গাজীপুরের কৃতি সন্তান সুব্রত দাস। তিনি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হিসেবে ঢাকা জেলায় কর্মরত আছেন। তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়বোলা গ্রামে। তার পিতার নাম সুধেন্দু কুমার দাস, তিনি একজন হাই স্কুল শিক্ষক। মা: মায়া রানী দাস গৃহিনী। তারা এক ভাই, চার বোন। তিনি বাবা মায়ের চতুর্থ সন্তান হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট থেকে মাস্টার্স, ২০১৩ সালে আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে পুলিশে যোগদান। পুরষ্কার প্রাপ্তি সবসময়ই আনন্দের, আর সেটা যদি হয় পেশাগত কোন পরীক্ষায় ১ম স্থান অর্জনের পুরষ্কার তবে সেই আনন্দ নি:সন্দেহে উল্লেখযোগ্যভাবেই অনেক বেশি বলে অনুভূতি তার।
বেসিক ইন্টেলিজেন্স কোর্স (বিআইসি) ২৪৬ তম ব্যাচে সর্বোচ্চ নম্বর (৮০.১০) এবং গ্রেড ( এ গ্রেড) পেয়ে ১ম স্হান অর্জন করায় ওই ব্যাচের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে স্কুল অব ইন্টেলিজেন্স, স্পেশাল ব্রাঞ্চ, উত্তরা, ঢাকার কমান্ড্যান্ট এডিশনাল ডিআইজি সরদার তমিজউদ্দিন আহমেদ, বিপিএম- সেবার নিকট হতে ২৮ এপ্রিল সনদপত্র ও ১ম স্থান অর্জনের সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সুব্রত দাস।