ঢাকায় জাতিসংঘের বিশেষ দূত

Slider জাতীয়

90321_a-2

১০ দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের বিশেষ দূত হেইনার বিয়েলেফেলডট। গতরাতে তিনি ঢাকা পৌঁছান। আজ সকাল থেকে তার সফরসূচি শুরু হয়েছে। সকাল নয়টায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের নেতৃত্বাধীন জাতিসংঘ ও মানবাধিকার বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইং এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ধর্মীয় স্বাধীনতার বাধা পর্যবেক্ষণ ও তা উত্তরণে সুচিন্তিত পরামর্শ দিতে বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের বিশেষ দূত (স্পেশাল র‌্যাপোর্টিউর)। তিনি ধর্মের স্বাধীনতা, সহিংসতা, ভীতি প্রদর্শন ও নিজের হাতে বিচারের ভার তুলে নেয়ার বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করবেন। ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার ভোগের ক্ষেত্রে উদ্ভূত প্রতিবন্ধকতাসমূহ শনাক্ত করবেন তিনি। একই সঙ্গে কিভাবে এ প্রতিবন্ধকতাসমূহ থেকে উত্তরণ পাওয়া সম্ভব, সে বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ ও পরামর্শও উপস্থাপন করবেন বিয়েলেফেলডট। ৯ই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার। সফরের পর ২০১৬ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সামনে পর্যবেক্ষণের ফলাফলের ওপর তৈরি করা প্রতিবেদন উপস্থাপন করবেন। এতে তিনি বিভিন্ন সুপারিশ ও পরামর্শ তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *