বাংলাদেশে বঙ্গবন্ধু মে দিবসকে জাতীয় দিবস ঘোষণা করেন

Slider বাংলার মুখোমুখি

গাজীপুর: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে এই মে দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন বলেছেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. সেলিম খান।

আজ বৃহস্পতিবার( ১ মে) দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাজীপুরের টঙ্গীতে মহান মে দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মৈত্রী শিল্পের কর্মকর্তা-কর্মচারীদের ডায়াবেটিস, হেপাটাইটিস বিওসিসহ অন্যান্য রোগের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প কারখানা ব্যবস্থাপক মোঃ মহসীন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. সেলিম খান।

প্রধান অতিথি বলেন, আজ ১ মে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবার মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে এই মে দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন।

জানা যায়, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত। এ প্রতিষ্ঠানের প্রতিবন্ধীদের তৈরি মুক্তা পানিসহ বিভিন্ন প্লাস্টিক পণ্য এখন দেশজুড়ে প্রশংসিত হয়ে আসছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। প্রতিবন্ধীরা এখন আর সমাজ বা দেশের বোঝা নন। এই প্রতিষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী ও অটিজম কাজ করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন মজুমদার বাদল। এ সময় আরও উপস্থিত ছিলেন, ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস আহমেদ, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. আব্দুল আজিজ, আইটি অফিসার রাকিবুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, চাঁদ মিয়া আকাশ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শাওন মেহনেওয়াজ, অডিট অফিসার মোহাম্মদ ওয়াসিউর রহমান, ওয়াটার প্লান্ট সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, স্টোর অফিসার হাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *