ধুনটে দূর্বৃত্তের আগুনে ভূট্টা ক্ষেত পুড়ে নিঃস্ব কৃষক

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় শফিকুল ইসলাম নামে এক প্রান্তিক কৃষকের ২ বিঘা জমির পাকা ভূট্টা সহ গাছে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এতে ক্ষেতের ভূট্টা পুড়ে ওই কৃষকের প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক শফিকুল ইসলাম উপজেলার জিঞ্জিরতলা গ্রামের সুমার আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্তিক কৃষক শফিকুল একই এলাকার ইউনুস ও জগোর আলীর কাছ থেকে জিঞ্জিরতলা গ্রামের মাঠের ২ বিঘা জমি বন্ধক নিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে বিভিন্ন ধরণের ফসল চাষাবাদ করেন।তারই ধারাবাহিকতায় চলতি মৌসুমে ওই জমিতে ভূট্টা চাষ করেছিলেন। অনুকুল আবহাওয়ার কারণে ভুট্টার বাম্পর ফলন হয়েছে। দুই এক দিন পরই জমি থেকে ভূট্টা উত্তোলনের পরিকল্পনা করেন শফিকুল ইসলাম।এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলের দিকে কে বা কারা ওই ভুট্টা ক্ষেতে আগুন ঘরিয়ে দেয়। প্রচন্ড রোদ ও বাতাসের কারণে মুহুর্তের পুরো জমিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনের নিয়ন্ত্রনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। মাত্র ৩০ মিনেটের আগুনে পুড়ে সম্পূর্ণ ক্ষেতের ভুট্টা ছাই হয়ে গেছে। এতে ওই কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#২৭/০৪/২৪#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *