রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি. চাকরি না খুঁজে নিজেদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী টুসি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন প্রাণী সম্পদ দেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ প্রতিবছর এই খাত থেকে বিশ পার্সেন্ট মানুষ জিডিপিতে অবদান রাখছেন। এছাড়াও নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
প্রাণিসম্পদে ভরবো দেশ , ঘড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, সহ অনেকে। পরে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে খামারীদের তৈরি করা বিভিন্ন খাদ্য সামগ্রী ও পশু পাখি প্রদর্শন করেন প্রধান অতিথি।