ঢাকা: চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি হজ ভিসার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানান তিনি। সাক্ষাতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আবদুল্লাহ আল মুতাইরি ২৬ জুলাই সৌদির বাংলাদেশ রাষ্ট্রদূত পদে দায়িত্ব পান। তিনি ১৯ আগস্ট সরকারের কাছে পরিচয়পত্র পেশ করেন।
এর আগে, তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।