বগুড়ায় ব্যতিক্রমী কর্মকাণ্ডে সর্বদা “পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ” এগিয়ে-এসপি সুদীপ

বাংলার মুখোমুখি


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদ উপহার প্রদান অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে। আর সেই সোনার বাংলা বিনির্মাণে সবচেয়ে বেশি ভুমিকা পালন করছেন শিক্ষকরা। সেদিন বেশি দুরে নয়, যেদিন এই শিক্ষকদের শিক্ষার্থীরা দেশ পরিচালনা করবে। ব্যতিক্রমী কর্মকাণ্ডে সর্বদা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে। এই প্রতিষ্ঠানকে সকল শিক্ষক তাদের দক্ষতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দক্ষ শিক্ষকদের সঠিক প্রণোদনা প্রদানে সর্বদা সচেষ্ট রয়েছি। বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সময়ে সন্তানদের মাঝে আবেগ অনুভূতি কম। তাই আমাদের শিক্ষকদের যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। আমাদের সন্তানদের সঠিক শিক্ষা প্রদান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকদের বৃত্তের বাহিরে আসতে হবে। সৃজনশীল শিক্ষার্থীদের বিকাশে সঠিক পথে পরিচালিত করতে হবে। এই প্রতিষ্ঠানের প্রতি সকলের আন্তরিকতা থাকতে হবে। তাহলেই উত্তরাঞ্চলের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ঈদ উপহার মানুষের মাঝে আনন্দ বিলিয়ে দেয়। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সকলে মিলে সঠিক ভাবে পালন করাই আসল উদ্দেশ্য। মাহে রমজান আমাদের মাঝে একটি শিক্ষা নিয়ে আসেন। সেই শিক্ষা নিয়ে আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে হবে। সবাই মিলে সাম্যের সাথে বসবাস করতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের মাঝে ঈদ উপহার প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (মাধ্যমিক) ফেরদৌস আলম। সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি নাসিমা খাতুন, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি ইবনুল তাশরিফ, প্রাথমিক শাখার ইনচার্জ ওয়ায়েস কুরুনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *