রমজান আলী রুবেল , শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে মাটি পাচারকারীদের ড্রাম ট্রাকের চাপায় ‘হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শেখ কামাল ওয়ান্ডলাইফ গাজীপুর বন কর্মকর্তারা।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে সামনে ঢাকা মময়মনসিংহ পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দেশের বিভিন্ন জেলার বন বিভাগের বন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা, রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম,বন অধিদপ্তরের পাখিবিদ আল্লামা শিবলি সাদিক, বন কর্মকর্তা আব্দুল মান্নান, মেহেরাজ,মো.সোহেল হোসেন সহ দেশের বিভন্ন স্থানের রেঞ্জ ও বিট কর্মচারী-কর্মকর্তারা অংশ নিয়ে বক্তব্য দেন।
মানববন্ধবে বক্তারা বলেন, আমাদের বন কর্মকর্তা সজলকে পাহাড় খেকোরা ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।