হাবিবুর রহমান হাবিব, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার ধুনটে পুলিশ দেখে ফেন্সিডিল বহনকারী সিএনজি রেখেই পালিয়ে গেছে এক মাদক ব্যবসায়ী। বুধবার সন্ধ্যার দিকে ধুনট-কাজিপুর সড়কের পশ্চিমভরনশাহী এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ওই সিএনজি তল্লাশী চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।ধুনট থানার এসআই হায়দার আলী জানান, বুধবার সন্ধ্যার দিকে ধুনট বাইপাস মোড়ে অবস্থানকালে গোপনসূত্রে সংবাদ পাই যে, একজন ব্যক্তি শেরপুর থেকে সিএনজি যোগে ফেন্সিডিল নিয়ে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ধুনট থানাধীন ধুনট-কাজিপুরগামী রাস্তার পশ্চিম ভরণশাহী এলাকার একটি মুদি দোকানের সামনে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অবস্থান করি। পরবর্তীতে একটি সিএনজি সেখানে পৌঁছালে সিএনজিটি দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়া হয়। এসময় পুলিশ বুঝতে পেরে সিএনজিটি রাস্তার উপর রেখেই দৌড়ে পালিয়ে যায় চালক। পরে সিএনজিটি তল্লাশী করে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা হায়দার আলী আরো জানান, আসামী একজন কুখ্যাত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হওয়ায় পুলিশ তাকে দৌড়ে পালানোর সময় স্পষ্ট চিনতে পারে। এঘটনায় পলাতক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সিএনজিটি জব্দ করা হয়েছে। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, পলাতক ওই সিএনজি চালকের বিরুদ্ধে প্রায় ১০টি মাদক মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।