গ্রাম বাংলা ডেস্ক: ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মনে করেন, আর্জেন্টিনা বেশি ক্ষুধার্ত হওয়ায় বিশ্বকাপ ফাইনালে তারাই জিতবে।
বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলে জার্মানিকে বিধ্বস্ত করা এবং চার বছর আগে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে পরাজিত করার ফলে আজকের ফাইনালে জার্মানিই ফেভারিট।
কিন্তু ম্যারাডোনা বলেন, অবিচল আস্থা ও দৃঢ়প্রত্যয়ের কারণেই সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারাতে পেরেছে আর্জেন্টিনা।
তিনি বলেন, ফেভারিটরা কখনো জয়ী হতে পারে না। আর্জেন্টিনার প্রতি আমার গভীর আস্থা আছে। আমরা গৌরবের জন্য জার্মানির চেয়ে বেশি ুধার্ত।
১৯৮৬ সালে ম্যারাডোনার অনুপ্রেরণাতেই বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
তবে তার কোচের দায়িত্ব থাকার সময়ই গতবার আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি।