নারায়ণগঞ্জের ভুলতায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

Slider ফুলজান বিবির বাংলা


নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে।
রোববার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ভোর সোয়া ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ষ্টেশনের ১০ ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল মোট চারটি ষ্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি বেশ বড় এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। আগুন নেভানোর পর আমরা বিস্তারিত জানাতে পারবো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, আগুনের সংবাদ পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সর্বশেষ ভোর ৫টা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *