আইনি লড়াই না চালিয়ে এমপি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী। আজ সকালে নির্বাচন কমিশনের শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। লতিফ সিদ্দিকী বলেন, আমি দলের প্রতি অনুগত। আমি কমিশনকে বলেছি, আজকের মতো শুনানি মুলতবি করা হোক। আমার দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সেহেতু আমি আর আইনি লড়াই চালাতে চাই না। আমি শিগগিরই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেব। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে লতিফ সিদ্দিকী পদত্যাগপত্র জমা না দিলে এবিষয়ে রায় ঘোষণা দেয়া হবে। আজ সকালে নির্বাচন কমিশনের তলবের নোটিস হাইকোর্টের আপিল বিভাগ স্থগিত না করায় ইসির শুনানিতে হাজির হন লতিফ সিদ্দিকী। সকাল ১১টায় ইসির সম্মেলন কেন্দ্রে লতিফ সিদ্দিকীর এমপি পদ থাকবে কিনা তা নিয়ে শুনানি শুরু হয়। আওয়ামী লীগের পক্ষে আবদুস সোবহান গোলাপসহ কয়েকজন আইনজীবী অংশ নেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ লতিফ সিদ্দিকীর আবেদন শুনে ‘নো অর্ডার’ দেন। ফলে এ বিষয়ে তার রিট আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল থাকে।
এর আগে সকালে প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ লতিফ সিদ্দিকীর আবেদন শুনে ‘নো অর্ডার’ দেন। ফলে এ বিষয়ে তার রিট আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল থাকে।