শ্রীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি.গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে। নিহত মো.রিটন মিয়া(৩২) ওই গ্রামের মো.সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক। ধান খেতে সার দিতে গিয়ে অবৈধ সংযোগ দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক রিটনের মর্মান্তি মৃত্যু হয়। শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে কৃষক রিটনের মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও গ্রামবাসীরা জানান, রিটন শুক্রবার বিকেল সাড়ে পাচটার দিকে বাড়ির অদূরে ধান খেতে সার দিতে যান। সন্ধ্যায় ইফতার করতেবাড়িতে আসেননি। পরে বাড়ির লোকজন তাকে খোঁজা খোঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত সোয়া নয়টার দিকে দেখতেপায় ধানখেতে বিদ্যুতের তারে জড়ানো মরদেহ পরে আছে। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা মোক্তার হোসেন সহ অন্য স্বজনরা অভিযোগ করে বলেন, প্রতিবেশী ইউসুফ আলীর ছেলে নূর মোহাম্মদ বাড়ির পার্শবর্তী জানের খালে সেচ দিতে মর্টার স্থাপন করেন।

বাড়ির আবাসিক পল্লিবিদ্যুতের মিটার থেকে অবৈধ ভাবে তার টেনে ওই মর্টারে সংযোগ দেন। ওই মর্টার থেকে প্রতিবিঘা জমিতে চার হাজার টাকার বিনি সেচ দিয়ে থাকেন। এর আগেও ওই বিদ্যুতের তারে মানুষ,কুকুর বিদ্যুত স্পৃষ্ট হয়েছে। গ্রাম বাসীরা বলার পরো নূর মোহাম্মদ তার অবৈধ সেচ ব্যবসা বন্ধ করেননি। শুক্রবার সন্ধ্যায় ওই মর্টারের বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষক রিটনের করুণ মৃত্যু হয়েছে। আমরা এর বিচার দাবী করছি।

এবিষয়ে বক্তব্য জানতে নূর মোহাম্মদের বাড়িতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। স্থানীয় লোকদের সহায়তায় তার সাথে কথা হয়। নূরমোহাম্মদ বলেন, এভাবে বিদ্যুত সংযোগ দিয়ে সেচ দেয়া ঠিক হয়নি। রিটন তার মর্টারের বিদ্যুতের তাড়ে জড়িয়ে মারা গেছেন।

ময়মনসিংহ পল্লীবদ্যিুত সমিতি-২ এর শ্রীপুর জোনাল অফিসের ডেপোটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল আজাদ জানান, এভাবে আবাসিক মিটার থেকে বিদ্যত সংযোগ দেয়াহয়ে থাকলে তা অবৈধ। বিষয়টি সরেজমিনে খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর থানা পরিদর্শক(ওসি) মো. শাহ্ জামান জানান, ওই কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রকৃয়াধিন আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *