বগুড়ায় হাড্ডিপট্টি টার্মিনালের যাত্রীদের রাস্তার দাবিতে ৩ ঘন্টা অবরোধ

রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া শহরের হাড্ডিপট্টি আন্ত:থানা বাস টার্মিনালের যাত্রী সাধারণের চলাচলে সেউজগাড়ী আমতলা এলাকায় রেলের জায়গায় পায়ে হাঁটার রাস্তার দাবিতে তিন ঘন্টা ব্যাপী অবরোধ করা হয়েছে।১৪ই মার্চ /২৪, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওই মোড়ে স্টেশন রোডে এই অবরোধ কর্মসূুচিতে অংশ নেন পরিবহন বাস মালিক-শ্রমিকগণসহ এলাকাবাসি। অবরোধ চলাকালে সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় সেখানে স্কুলবাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে শিক্ষার্থী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *