বগুড়া জেলার “ধুনটে” দুই বিঘা জমির ভুট্টার গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


হাবিবুর রহমান হাবিব, ধুনট(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির ভুট্টার গাছ কেটে ক্ষতি সাধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এবিষয়ে ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের কৃষক আবুল কাশেম মন্ডল বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে জানাযায়, কৃষক আবুল কাশেম মন্ডল ২০০০ ও ২০০১ সালে তিনটি দলিলমুলে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি মৌজার ১০৯ শতক জমি মোজাম্মেল হক, আজিজুল হক ও ফজলুল হকের কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছে। গত দেড় মাস আগে আবুল কাশেম তার ৫৮ শতক জমিতে ভুট্টা রোপন করেন। কিন্তু জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকাল ৬টার দিকে পূর্ব ভরনশাহী গ্রামের নুরুল ইসলাম খান ও তার লোকজন কৃষক আবুল কাশেমের ৫৮ শতক জমির ভুট্টা গাছ কেটে নিয়ে যায়।এবিষয়ে কৃষক আবু কাশেম বলেন, জমিটি ক্রয় করে ২৪ বছর ধরে চাষাবাদ করে আসছিল। কিন্তু হঠাৎ করেই নূরুল ইসলাম এসে জমিটি তাদের দাবি করে জমির সমস্ত ভুট্টা গাছ কেটে ফেলে জমিটি দখলের অপচেষ্টা করে আসছে। পরিপক্ক ভুট্টার গাছ কেটে ফেলায় আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই এবিষয়ে ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে এবিষয়ে নুরুল ইসলামের মেয়ে রুমা আক্তার বলেন, আমরা ভূমি অফিস থেকে জমিটির খাজনা-খারিজ করেছি। কিন্তু আবুল কাশেম কোন কাগজপত্র দেখাতে পারিনি। তাই আমাদের জমিতে আমরা চাষাবাদের প্রস্তুতি নিচ্ছি। তবে আবুল কাশেমের জমির কোন ভুট্টা গাছ কাটা হয়নি বলে তিনি দাবি করেন।এবিষয়ে ধুনট থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, কৃষকের জমির ভুট্টার গাছ কেটে ক্ষতি সাধানের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *