গাজীপুরে ৫ পল্লীবিদ্যুৎ গ্রাহককে ৭ লাখ টাকা জরিমানা

Slider ফুলজান বিবির বাংলা

73508_adalot shaja logo

 

 

 

 

 

 

গাজীপুর: গাজীপুর মহানগরের কাশিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কোনাবাড়ী জোনাল অফিসের ৫ গ্রাহককে ৭ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার(১৮ আগষ্ট) বিকেলে গাজীপুরের নির্বাহী মেজিষ্ট্রেট সাজিয়া আফরোজ মিটার টেম্পারিংসহ বিভিন্ন প্রক্রিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এসব গ্রাহকদের জরিমানা করেছেন।

ভ্রাম্যমান আদালত গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন গাজীপুর মাহনগরের কাশিমপুরের শৈলডুবী এলাকার হাবিজ উদ্দিনের ছেলে কাশেম আলীকে ১,১৭,৫২৯ টাকা, লতিফপুর এলাকার হাজী মোবারক বেপারীর ছেলে মোঃ সালামকে ৫৯,০১৫ টাকা,একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জামাল হোসেনকে ১,০৫,৮২৬ টাকা, বাগবাড়ী এলাকার জাফর আলীর ছেলে আতাব উদ্দিনকে ১,৬৪,৩৪০ টাকা এবং সারদাগঞ্জ এলাকার আঃ রহমানের ছেলে মোঃ মোন্তাজ উদ্দিনকে ২,৯৩,০৭২ টাকা জরিমানা করেছেন।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মোঃ মুখলেছুর রহমান সরকার, গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম(কারীগরী) প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, এজিএম মোঃ সোলায়মান হোসেন, এজিএম জুনায়েদুর রহমান ও থানা পুলিশসহ গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

গাজীপুর পল্লিবিদ্যুৎ সমিতির কোনাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মুখলেছুর রহমান সরকার জানান, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতি মাসেই অবৈধ বিদ্যুৎ ব্যবহার কারীদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *