“ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়”র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রাম বাংলা


মোল্লা তানিয়া ইসলাম তমাঃ আনন্দঘন পরিবেশে রাজধানীর তুরাগের ঐতিহ্যবাহী “ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়”র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৮শে ফেব্রয়ারি ) ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আকতারের সার্বিক তত্ত্বাবধায়নে ও ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা শিক্ষা অফিসার জামিলা আক্তার, মিরপুর থানার সহকারী শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল বারিক, মিরপুর থানার সহকারী শিক্ষা অফিসার জেসমিন আক্তার, অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ মহাসিন আলম, মোঃ বাছের মিয়া, মোঃ রেজওয়ান খান প্রমুখ । অনুষ্ঠানটির সার্বিক নিরাপত্তা ও মন মুগ্ধকর পরিবেশে পরিচালনা করায় মুখ্য ভূমিকা পালন করেন তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সিলন মোল্লা, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াছ মোল্লা, তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ শান্ত । অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যগণ জাতীয় পতাকা উত্তোলন করেন । পরে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা । খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয় । যারা জিততে পারেনি তাদের দেওয়া হয় সান্ত¡না পুরস্কার । শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা । এজন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল । সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষক-শিক্ষিকাদের হাতে পুরুস্কার তুলে দেন ম্যানেজিং কমিটির সদস্যগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *