গাজীপুর: সদর উপজেলার ভুরুলিয়া এলাকায় দূর্বৃত্তদের হামলায় নিজ অফিস সংলগ্ন বাসায় আহত হয়েছেন এক বন কর্মচারী ও তার স্ত্রী। এদের মধ্যে বন কর্মচারীকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
রোববার(১৬ আগ্ট) সকাল ১০টার দিকে শহীত তাজউদ্দনি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত বন কর্মচারী অজয় কুমার রায়(৪০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান জানান, ভূরুলিয়া এলাকায় একটি ফরেস্ট অফিস আছে। ওই খানে বন কর্মচারী( বণ্য প্রানী সংরক্ষক) অজয় পরিবার পরিজন নিয়ে থাকেন। ভোররাতে একদল দূর্বৃত্ত হামলা করে স্বামী ও স্ত্রী উভয়কে মারধর করে আহত করে। অজয় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। স্ত্রী গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত কর দেখা হচ্ছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, দূর্বৃত্তরা কুপিয়ে অজয় ও তার স্ত্রীকে গুরুতর জখম করে বাসার সকল জিনিসপত্র নিয়ে যায়।