হাছিবুর রহমান
গাজীপুর অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবস গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
শনিবার(১৫ আগষ্ট) সকালে সাড়ে ৯টায় ওই উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন প্রথম শোক র্যালী বের করে। র্যালীটি জেলা প্রাশাসন থেকে বের হয়ে শহরের শিববাড়ি মোড ঘুরে পুনরায় জেলা প্রশাসনে এসে শেষ হয়। র্যালী শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
এ ছাড়া রাত ১২টা ০১ মিনিটে গাজীপুর শহীদ মিনারে মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে পুস্পার্ঘ অর্পন করা হয়।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ কার্যালয় সহ জেলার সকল আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রচার অব্যাহত রয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও কাঙালী ভোজ চলছে। সাংস্কৃতিক সংগঠন গুলো শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেছে।