রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর,শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ৮টি ভাংগা রাস্তা সংস্কার হচ্ছে গাজীপুর ৩ আসনের এমপি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর অবদানে।
পৌর ৭নং ওয়ার্ডের দীর্ঘদিন যাবত বেশ কয়েকটি রাস্তা সংস্কারের কাজ না হওয়ার কারনে,সাধারণ পথচারিদের জন দুর্ভোগ।এইসব রাস্তা দিয়ে প্রতিদিনি চলাচল করে হাজার হাজার জনসাধারণ ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ সকল পেশাজীবী জন সাধারনগণ।সামান্য একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাস্তায়।আর এই জলাবদ্ধতার কারনে যানবাহন চলাচল করতে বিঘ্ন সৃষ্টি হয়।সাধারণ পথচারিরা এইসব ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে,গাজীপুর ৩ আসনের এমপি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসির ছোঁয়ায়।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী বলেন,গাজীপুর ৩ আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বরাবর ৮টি রাস্তা মেরামত প্রসঙ্গে গত সোমবার ২৮শে জানুয়ারি আমি আবেদন করি।আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি আপা এল,জি,ইডিকে নির্দেশানা দেন,যাতে দ্রুত সময়ের মাঝে যেন রাস্তা নির্মাণ করেন।
আবেদনের প্রেক্ষিতে রোজ সোমবার ১৯/০২/২০২৪ইং,সকাল ১০ ঘটিকার সময়ে এল,জি,ইডির পক্ষ থেকে কার্যসহকারী সাদেকুর রহমান খাঁন,৭নং ওয়ার্ডের আঞ্চলিক রাস্তা সংস্করণের জন্য পরিদর্শন করেন।এইসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী ও এলাকার গুণ্যমাণ্য ব্যক্তি বর্গগণ।
অত্র পৌর ৭নং ওয়ার্ডের ৮টি রাস্তা সংস্করণে,আনসার রোড হইতে চন্নাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,আনসার রোড হইতে আজিজ মিলিটারী বাড়ী মোড়,ঢাকা টু ময়মনসিংহ রোড হইতে আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে মাওনা টু শ্রীপুর রোড এবং ডান দিকে শাহজাহান স্পিনিংমিল।আলহাজ্ব ধনাইবেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর মোড় হইতে প্রধান বাড়ি পুকুর পাড় ব্রীজ,আলহাজ্ব ধনাইবেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর মোড় হইতে বেপারী বাড়ীর মোড়,সাংবাদিক মালেকের বাড়ী হইতে আজগর আমিনের বাড়ী,কেওয়া বাজারের রোড হইতে আনসার রোড আমতলা মোড়,বেপারী বাড়ী মোড় হইতে খালপার পর্যন্তু।
স্থানীয়রা জানান,শ্রীপুর পৌরআওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী নিজ উদ্যেগে গাজীপুর ৩ আসনের এমপি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর বরাবর এলাকার উন্নয়নের জন্য আবেদন করায় তার প্রতি আমরা কৃতজ্ঞ ।এবং ৮টি রাস্তা সংস্কারের কথা শুনে স্থানীয়রা আনন্দে উৎসাহিত।