মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া জেলার শেরপুরে লেখক সংঘের ৩য় পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৭ ফেব্রুয়ারি/২৪, বিকালে শেরপুর শহরের শান্তিনগরে সাইফুল বারী কমপ্লেক্সে পত্রিকা কার্যালয়ে এই আসর অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন হিজল।শেরপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক মো. নাহিদ আল মালেকের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন লতিফ আদনান, ফকির মুহম্মাদ আমিনুল, মুজাহাদিুল ইসলাম, আব্দুল বারী, নূর রাব্বিজা, কৌশল ভট্টাচার্য বিজয়, বর্ষণ বসাক, মোছা. সুমাইয়া খাতুন, বিদিশ রায়, আবু রায়হান রানা, এসএম ফয়সাল কবির, নীরেশ চন্দ্র পাল।সমালোচনা করেন সাহাব উদ্দিন (হিজল) ও লতিফ আদনান ।