রিমির উপন্যাস ‘চিত্রনাট্যে ভুল ছিল’ অবলম্বনে তৈরী হচ্ছে চলচ্চিত্র!

Slider সাহিত্য ও সাংস্কৃতি


ঢাকা: খায়রুননেসা রিমি। একজন লেখক, কবি ও একজন শিক্ষক। প্রতিটি বইমেলায় তার একাধিক বই বের হয়। এবারের বই মেলায় তার ৪টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি উপন্যাস ‘চিত্রনাট্যে ভুল ছিল’ হতে পারে একটি চমৎকার চলচ্চিত্র বলে মন্তব্য করেছেন নাট্যকার মাসুম রেজা। এই বিষয়ে গ্রামবাংলাকে দেয়া খায়রুননেসা রিমির সাক্ষাৎকার নীচে দেয়া হলো।

: আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু।
: জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি।আপনি কেমন আছেন?
: জি আমিও ভালো আছি। বইমেলা বিষয়ে কিছু কথা বলতে চাই…
: জি বলুন।
:এবছর বইমেলায় আপনার মোট কয়টি বই এসেছে? কোন কোন প্রকাশনী থেকে এসেছে?
: এবছর বইমেলায় আমার মোট ৪ টি বই প্রকাশিত হয়েছে।৩ টি বই শিশুতোষ শিক্ষামূলক গ্রন্থ ও একটি বড়দের রোমান্টিক উপন্যাস, চিত্রনাট্যে ভুল ছিল।
রয়েল পাবলিকেশন এর ৬৪৭ নং স্টলে চিত্রনাট্যে ভুল ছিল ও এলিয়েনের মন খারাপ বইদুটো পাওয়া যাবে।
মিজান পাবলিশার্স এর ৭ নং প্যাভিলিয়নে পাওয়া যাবে
শিশু আদর্শে শেখ মুজিব ও ক্লিন ভূতের কাণ্ড বইদুটি।

: একটা বিষয় জানতে চাই তাহলো,গত ১৭ ই ফেব্রুয়ারি বেশ ঘটা করে হয়ে গেলো আপনার
‘চিত্রনাট্যে ভুল ছিল’ উপন্যাসের মোড়ক উন্মোচন। সে বিষয়ে কিছু বলুন…

: ❤️চিত্রনাট্যে ভুল ছিল❤️ উপন্যাসের মোড়ক উন্মোচন করেছেন আমার ভীষণ প্রিয় নাট্যকার মাসুম রেজা।
যাকে বইটি উৎসর্গ করেছি তাকে দিয়েই বইটির মোড়ক উন্মোচন করাতে পেরেছি।
মনে হলো একটা ছোট্ট স্বপ্নের বাস্তবায়ন ঘটলো।
মোড়ক উন্মোচন মঞ্চে মাসুম রেজা ভাই জানালেন,’সারাজীবনে আমাকে কেউ কখনও কোনো বই উৎসর্গ করেনি।রিমিই প্রথম আমাকে বই উৎসর্গ করলো।এই অনুভূতি ব্যখ্যাতীত’

মাসুম রেজা ভাইয়ের মুখে একথা শোনার পরে আনন্দে আমার চোখ ছলছল করছিল।

ছোটবেলা থেকে যার নাটক দেখে বড় হয়েছি সেই প্রিয় মানুষকে নিজ চোখে দেখা, তার সাথে কিছুটা সময় কাটানো,তার সাথে কথা বলা এই প্রাপ্তি, জগতের সকল প্রাপ্তিকে ছাপিয়ে যায়।
মোড়ক উন্মোচন মঞ্চে মাসুম রেজা ভাই আরও জানালেন,এই উপন্যাসটি দিয়ে চলচ্চিত্র বানানো সম্ভব এবং তিনি এই উপন্যাসটি দিয়ে চলচ্চিত্র বানাবেন।

একথা শোনার পরে সবার অলক্ষ্যে আনন্দে আমার চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়লো।
এমন গুণীজনের মুখে এত ভালো কথা শোনার পর আবেগ ধরে রাখা কষ্টকর।
আমি এমনিতেই একটু বেশি আবেগী।একথা শোনার পর আবেগ ধরে রাখাটা আমার জন্য কষ্টকর ছিল।

যে মানুষ যত বড় হয়,সে মানুষ ততটাই বিনয়ী হয়।মাসুম রেজা ভাই তেমনই একজন মানুষ।
মাসুম রেজা ভাইয়ের প্রশংসা শুনে আমার লেখালেখির প্রতি দায়িত্ব আরও বেড়ে গেলো।

: আপনার বই কেমন যাচ্ছে এবার বই মেলায়?
: আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে ৪টা বইই সমান তালে যাচ্ছে। যারাই বই কিনতে আসছে তারা সবাই জোড়া বই কিনছে। এটাই আমার আনন্দ।
: ধন্যবাদ আপু,আমাদেরকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।
: আপনাকেও ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *