রমজান আলী রুবেল শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশের সূর্য সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে হয়দেবপুর গ্রামের কৃতিসন্তান,,বীরমুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার, বিশিষ্ট সমাজ সেবক হামিদুল ইসলাম (মতি) আজ সকাল ৬.০০ টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশ হারালো জাতির শ্রেষ্ঠ এক বীর সন্তানকে। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তাকে শেষ বারের মত দেখার ও বিদায় জানাতে ১৯৭১ রের রণাঙ্গনের সহযোদ্ধারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জানাযায় উপস্থিত হন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) বিকাল সোয়া পাঁচটার নিহতের গ্রামের বাড়ির জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা হামিদুর ইসলাম মতির দাফনের আগে গাজীপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন, শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) ফুরকান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাওরাইদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার,কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক , শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, আওয়ামী লীগ নেতা,কামরুল হাসান মন্ডল, শ্রমিকলীগ নেতা সোলেমান হক আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, এডভোকেট আব্দুল হাই স্বপন, এডভোকেট রুমান মন্ডল, সাংবাদিক রাতুল মন্ডল রমজান আলী রুবেল সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।