নিজ বিভাগের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৪৮ নম্বর জরুরি সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ।
এর আগে, গত বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে নিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেন এবং বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে।