টঙ্গী প্রতিনিধি : রাজধানীর উত্তরা এলাকায় অবৈধ ভবন উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক বলছে, স্মার্ট ঢাকা গড়ার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
রাজধানী ঢাকার ১৭ নম্বর সেক্টরে একটি নির্মানাধীন ছয় তলা ও একটি সাততলা বিশিষ্ট ভবন উচ্ছেদ কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় এই অভিযান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন সরকার বলেন, নকশা বহির্ভূত ভাবে ভবন নির্মাণ করায় আমরা দুটি ভবন ভেঙে ফেলছি। একটি স্মার্ট ঢাকা গড়ার লক্ষে আমাদের অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলমান থাকবে।
এসময় রাজউকের জোন ৩/২ এর পরিচালক তাজিন সারোয়ার, অথরাইজড অফিসার এহসানুল ইমাম, সহকারী অথরাইজ অফিসার আতাউর রহমান, পরিদর্শ আল মামুন সহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
উপস্থিত ভবন মালিক প্রকৌশলী মাহবুবের দাবী, যে টুকু ভাঙা হচ্ছে সেটুকু জায়গা আমি পাই
তবে বহির্ভূত অংশে বিনা অনুমতিতে কাজ করার বিষয়ে তিনি সদোত্তর দিতে পারেননি।