টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি ; প্রশাসনের মধ্যস্থতায় জুবায়ের পন্থীদের নিকট থেকে সাদ পন্থীরা দায়িত্ব বুঝে নিয়ে বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছেন।
আজ মঙ্গলবার ( ০৬ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় সাদ পন্থীরা ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেয়। এর আগে বেলা একটায় প্রশাসন জুবায়ের পন্থীদের নিকট থেকে ময়দান গ্রহন করে।
বেলা তিনটায় বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র থেকে সাদ পন্থীরা বিশ্ব ইজতেমা ময়দানের আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন।
এসময় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জিএমপির উপ- কমিশনার (অপরাধ দক্ষিণ) মো: ইব্রাহীম খান, সাদ পন্থী নেতা ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ , আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, মো; হারুন অর রশিদ, মোঃ সায়েম, হাজী মনির সহ প্রত্যেক নজমের জিম্মাদারগণ উপস্থিত ছিলেন। জুবায়ের পন্থীদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, রুহুল আমিন, আলমগীর হোসেন, জামের আলী, ইঞ্জিনিয়ার আবুল মমিন সহ কয়েকজন উপস্থিত ছিলেন।
এর আগে বেলা একটায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম জুবায়ের পন্থীদের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে নেন।
দায়িত্ব বুঝে নিয়ে জিএমপি কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের বলেন, বিশ্ব ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। বিকাল তিনটায় সাদ পন্থীদের কাছে হস্তান্তর করা হবে।
সাদ পন্থীদের ময়দান বুঝিয়ে দিয়ে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক সাদ পন্থীদের হাতে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রশাসন প্রথম পর্বের মতই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাকে সার্বিক সহযোগিতা করবে।
প্রসঙ্গত: দুই থেকে চার ফেব্রুয়ারী জুবায়ের পন্থীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অননুষ্ঠিত হয়। আজ ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের জন্য সাদ পন্থীদের নিকট ইজতেমা ময়দান হস্তান্তর করা হয়। নয় থেকে ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।