বিশ্ব ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু এনিয়ে মৃত্যুর সংখ্যা দশজন

Slider ফুলজান বিবির বাংলা

Exif_JPEG_420

টঙ্গী : বিশ্ব ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে আজ দ্বিতীয় দিন সকাল পর্যন্ত একজন পুলিশ সদস্য সহ দশ জনের মৃত্যু হল । এরমধ্যে ইজতেমা ময়দানে সাত জন, ময়দানে আসার পথে একজন পুলিশ সদস্য সহ তিনজন নিয়ে মোট দশ জন মারা গেলেন।

শুক্রবার মমধ্যরাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত তিন জন মারা যান।

নিহতরা হলেন, শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আ. কাদের (৫৫) ও নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

এর আগে বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চার মুসল্লি হলেন- নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০)। ও ইজতেমায় আসার পথে বাসচাপায় পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০) মারা যান।

বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর সংবাদগুলো নিশ্চিত করেন

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জাহাঙ্গীর আলম মৃত্যু খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *