গাজীপুর: সরকারী বনভূমি জবর দখল ও জাতীয় উদ্যানে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন।
বুধবার(১২ আগষ্ট) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তায় ওই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম মজিবুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মহাসচিব ড. এ,কে,এম রিপন আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুগ্ন মহাসচিব ফেডরিক মুকুল বিশ্বাস, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জাহিদ বকুল, চেতনা গাজীপুরের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন রনি, ভাওয়াল গড় বাচাঁও আন্দোলনের কেন্দ্রীয় ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন ইউনিট-২ এর সাধারণ সম্পাদক কবি শাহান সাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, ইউনিট-৩ এর সভাপতি হুমায়ূন বিন হানিফ, ইউনটি-৪ এর সভাপতি এড. মো: হাফিজুর রহমান প্রমূখ।
আন্দোলনে সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইজ্জত আলী মোল্লা, গাজীপুর প্রেসক্লাব এর নির্বাহী সদস্য সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম,এ কাশেম, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম।