সিরাজগঞ্জে মওলানা ভাসানীর জন্ম ভিটায় তার পিতা মাতার নামে পাঠশালা উদ্বোধন

Slider সাহিত্য ও সাংস্কৃতি


মাসুদ রানা সরকার :সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া উত্তরপাড়ায় এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পিতা মাতার নামে হাজী শরাফত আলী খান ও মজিরণ নেছা বিবি পাঠশালা ও মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার। গতকাল রবিবার,২৮ জানুয়ারি /২৪, বিকেল তিনটার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন সুধা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন ও পাঠশালা উদ্বোধন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জ জেলার সভাপতি প্রদীপ সাহা, মন্জুরুল আলম রুবেল ও সঞ্চালনার আব্দুল আলিম ও পাঠশালার অধ্যক্ষ নীলমনি মজুমদার, শ্যামল কুমার।বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হওয়ার আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *