টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি : বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে মূল প্যান্ডের পাশে তুরাগ তীরে অবস্থিত হাজীর মাজার বস্তির দুই শতাধিক ঘর ও একটি গরুর ফার্ম উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার( ২২ জানুয়ারী) সকাল ১০ টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই অভিযান চলে। তামান্না রহমান জ্যোতি সহকারী কমিশনার ভুমি টঙ্গী এই অভিযান চালান।
অভিযানে তুরাগ নদীর তীরে অবস্থিত হাজীর মাজার বস্তির ছোট বড় দুই শতাধিক ঘর উচ্ছেদ করা হয়। একই সাথে ইজতেমা মাঠে অবৈধভাবে গড়ে উঠা একটি গরুর ফার্মও ভেঙে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিন কালের কন্ঠকে বলেন, এই ঘর গুলো ইজতেমা ময়দানের বাইরে। পুনর্বাসন না করে সহস্রাধিক লোক এই শীতের মধ্যে কোথায় যাবে। এই উচ্ছেদ রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবী করে তিনি বলেন, উচ্ছেদ সম্পর্কে আমাকেও কিছু বলা হয়নি। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এই উচ্ছেদ করিয়েছেন বলে দাবী তার।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সুপারিশ মোতাবেক এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।