রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে তানিয়া আক্তার (৩৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জানুয়ারি) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মাদ বলেন, নিহত তানিয়া বাসাটিতে সাবলেট ভাড়ায় থাকতেন। মরদেহে ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি।