ঢাকা: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সিঙ্গাপুর ত্যাগ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে গত ২৬ জুলাই রাত ১১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।
এর আগে বেশ কয়েকবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের নার্ভের চিকিৎসা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এবারও একই হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তার ঘাড়ের নার্ভে ব্লক ধরা পড়েছে।