গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ২৫ হাজার

Slider সারাবিশ্ব


গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৫ হাজারের কাছে গিয়ে দাঁড়িয়েছে। শনিবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে অন্তত ২৪ হাজার ৯২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো ৬২ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছে।

এদিকে, চলমান গাজা যুদ্ধের মাঝেই প্রায় ২০ হাজার ফিলিস্তিনি শিশুর জন্ম হয়েছে। জাতিসঙ্ঘের শিশু সংস্থা ইউনিসেফ এই তথ্য নিশ্চিত করেছে।

ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম গাজা উপত্যকা পরিদর্শন শেষে বলেছেন, চলমান গাজা যুদ্ধে প্রতি ১০ মিনিটে একটি ফিলিস্তিনি শিশুর জন্ম হয়েছে।

তিনি আরো বলেন, এক নার্স অন্তত ছয়জন মৃত নারীর জরুরি অপারেশন করে প্রসূতিকে বের করেছেন।

ইউনিসেফ মুখপাত্র বলেন, নবজাতক শিশুদের কষ্ট পেতে দেখে যখন কিছু মায়ের রক্তক্ষরণ হয়, তখন আমাদের সবাইকে রাতে জেগে রাখা উচিত।’

উল্লেখ্য, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইল হামাসকে ‘নিশ্চিহ্ন’ করার অঙ্গীকার ব্যক্ত করেছিল। ফলে তারা গাজায় আকাশ ও স্থল পথে তীব্র আক্রমণ করেছিল। এতে অন্তত ২৪ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের প্রায় ৭০ শতাংশই নারী, শিশু ও কিশোর।

এদিকে, ইসরাইলের সরকারী পরিসংখ্যান অনুযায়ী অন্তত ১ হাজার ১৪০ মৃত্যু হয়েছে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *