মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় বগুড়া শেরপুর উপজেলার ২১ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন অভিনব কর্মসূচির আয়োজন করে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার মসজিদ কমিটি। ১৯ জানুয়ারী শুক্রবার শুভগাছা গ্রামে মো: সাইদুল ইসলাম এর উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী ২১ কিশোরের ক্রিকেট ব্যাট, পেন্সিল বক্স ক্যালকুলেটর, টিস্যু বক্স ইত্যাদি উপহারসামগ্রী দেওয়া হয়।
শুক্রবার মাগরিব নামাজের পর শুভগাছা বাজার মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটি। এ সময় উপস্থিত ছিলেন শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আশরাফ আলী, জাহেদ মাস্টার, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
