গ্রাম বাংলা ডেস্ক:
ভারতের জয়পুরে এক নারী শনিবার মধ্যপ্রদেশের এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তাঁর মেয়ে এবং ভাইঝির আপত্তিকর ছবি তোলারও অভিযোগ দায়ের করেছেন। তবে, এখন পর্যন্ত রাজ্য পুলিশ কর্তারা এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।
সুত্রের খবর, ওই নারীর স্বামী একটি মামলার জেরে ভূপালের জেলে বন্দি। ওই নারী মধ্যপ্রদেশ রাজ্য পুলিশের অতিরিক্ত আইজি (সিআইডি) অনিল কুমার মিশ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করছেন নারী থানায়।
ওই নারীর অভিযোগ, তার স্বামীকে জেল থেকে ছাড়ানোর প্রতিশ্রুতি দেন ওই রাজ্য পুলিশ কর্তা। এই প্রলোভন দেখিয়ে ভূপাল-সহ রাজ্যের অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই পুলিশ অফিসার। তাকে ব্ল্যাকমেল করার জন্য নারীর মেয়ে এবং ভাইঝির অর্ধনগ্ন ছবিও তোলেন ওই পুলিশ অফিসার।
স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, ওই নারীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। অভিযোগের স্বপক্ষে নারীর কিছু প্রমাণও পুলিশের হাতে তুলে দিয়েছে।
তবে, অভিযুক্ত আইপিএস অফিসার অনিল মিশ্র এই অভিযোগ অস্বীকার করেছেন সংবাদমাধ্যমের কাছে। তার দাবি, ওই নারীর স্বামী একটি প্রতারণা মামলায় অভিযুক্ত। সেই মামলার তদন্তকারী দলের তিনি সদস্য। সেই জন্যই ওই নারীর তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন।