বাংলাদেশে নির্বাচনের আগে ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা ক্ষমার অযোগ্য বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে নির্বাচনের সময় ‘বিএনপির নাশকতা’র বিষয়ে মন্তব্য করতে বলেন।
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, নির্বাচন সম্পর্কে আপনার এক সহকর্মী আমাদের প্রশ্ন করেছিলেন। আমরা যা বলেছি তা পুনরাবৃত্তি করব, আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখান করতে এবং সমস্ত মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান করার আহ্বান জানাই।
পরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে মানুষ হত্যা, বাস ও ট্রেনে আগুন দেয়াকে কি জাতিসঙ্ঘ মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে?
জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেই না, সেটা যেই করুক না কেন।
গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো ১০ জন।
এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।