শারমিন আক্তার
স্পেশাল করেসপন্ডেন্ট
গ্রামবাংলানিউজটোয়েন্টিয়েন্টিফোর.কম
শ্রীপুর থেকে: হাইওয়ে পুলিশের গাড়ি চাপায় নারী শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকায় সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা।
নিহতে নাম রেনু আক্তার(৩০)। স্বামীর নাম আলাউদ্দিন। বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বিল বাগমার গ্রামে।
সোমবার(১০ আগষ্ট) সকাল সাাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত ওই অবরোধ চলে।
স্থানীয়রা জানান, রঙিলা এলাকায় অবস্থিত প্যারাডাইস স্পিনিং মিলসের অজ্ঞাত এক নারী শ্রমিক রাস্তা পাররাপারের সময় হাইওয়ে পুলিশের ভ্যানের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা রঙিলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সোায়া ৮টার দিকে অতিরিক্তি পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে যানচলাচল শুরু হয়।
এদিকে বেশ কিছু সময় গুরুত্বপূর্ন ওই মহাসড়ক বন্ধ থাকায় শত শত যানবাহন মহাসড়কে আটকরা পড়ে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন জানান, এখন পরিস্থিতি শান্ত। যানচলচেল কোন সমস্যা নেই।ঘটনাটি কি ভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।