গাজীপুরে পরীক্ষায় ফেল করে আত্মহত্যা

Slider শিক্ষা

champa

 

 

 

 

 

 
গাজীপুর: সদর উপজেলার ভীম বাজার এলাকায় এইচ এসসি পরীক্ষায় ফেল করায় ফাঁসিতে ঝুলে চম্পা আক্তার নামে এক ছাত্রী আত্রহত্যা করেছেন ।

তিনি গাজীপুরের ভীম বাজার এলাকার মোঃ দেলোয়ার হোসেনের মেয়ে। মোসাঃ চম্পা আক্তার ২০১৫ সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় রোভার পল্লী ডিগ্রিয় কলেজ থেকে অংশ গ্রহন করেন।

রোববার( ৯আগষ্ট) রাত সাড়ে ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করতে রওনা হয়।

গাজীপুর সদর জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, এইচ এসসি পরীক্ষায় ফেল করার সংবাদ পাওয়ার পর সন্ধ্যার দিকে চম্পা আক্তর ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকেন। রাত ৯টার দিকে লোকজন ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ভাঙ্গা হয়। অতঃপর চম্পার লাশ ফ্যানে ঝুলে থাকতে দেখে বাড়ির লোকজন লাশ নামালেও ইতোমধ্যে তার মৃত্যু হয়ে গেছে বলে জানানো হয়েছে।

এস্লআ্ই আরো জাানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *