জান্নাতুল ফেরদৌস মৌসুমী
বিভাগীয় সম্পাদক(সামাজিক যোগাযোগ সঙ্গী)
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর অফিস: গাজীপুরে ভয়াবহ আগুনে ৪ দোকান ভষ্মিভূতঃ ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা গাজীপুর সদরের হোতাপাড়া ফু-ওয়াং এলাকার বেগমপুর রহমত আলী সুপার মার্কেটে রোব বার ভোর ৫ টায় বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লেগে ৪ টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লাখ টাকা। সূত্র জানায়, লন্ড্রির ব্যাবসায়ী ডালিমের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লেগে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা ও ধোয়ার ধূ¤্রজালে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হলে পথচারিরা উচ্চ ¯^রে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে বেগমপুর রহমত আলী জামে মসজিদ থেকে এক যোগে আগুন লাগার খবর প্রচার করতে থাকে। চিৎকার ও মাইকের এলান শুনে চারদিক থেকে শত শত লোক জড়ো হতে থাকে ঘটনাস্থলে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় রিপনের ঔষধের দোকান সহ চারটি দোকান। অপর দোকান গুলো হচ্ছে যথাক্রমে রহিমের মুদি দোকান, মানিকের কসমেটিকসের দোকান ও ডালিমের লন্ড্রি দোকান। এ সময় পাশের বাড়ির টাংকি ও ডুবা থেকে পানি সরবরাহ করে আগুন নেভানোতে ব্যাবহার করা হয়। সঙ্গে দেয়া হয় বালি। প্রায় দুশো লোকের প্রানান্ত চেষ্টায় ২ ঘন্টা পর আগু নিয়ন্ত্রণে আসে । ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান। পুড়ে ছাই হয় অনেকের ¯^প্ন। মার্কেটের সত্তাধিকার মো. জসিম উদ্দিন জানান, এ আগুনে প্রায় আনুমানিক ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ছাই হয়েছে ৪ টি দোকান। এদের সকলেই গরিব মানুষ। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে আসার পর মাওনা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। প্রসঙ্গত, রাজশাহী- কুষ্টিয়ার চর এলাকার দেড় দু হাজার ভাগ্য বিড়ম্বিত মানুষ এ মার্কেটে জীবিকা নির্বাহ করে থাকেন। এদের প্রায় সকলেই ভিটে মাটি হারা গরীব মানুষ।