মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ নব-নির্বাচিত সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় নৌকা প্রতীকে নব নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সাহাদারা মান্নান, ডা: মোস্তফা আলম (নান্নু), রেজাউল করিম(তানসেন) ৯ জানুয়ারি, মঙ্গলবার/২০২৪ বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।এসময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বগুড়ারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত সংসদ সদস্য মজিবর রহমান মজনু বলেন, দলীয় সরকারের অধিনে গ্রহণযোগ্য নির্বাচন হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তার একটি দৃষ্টান্ত। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সহ বগুড়ায় নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দেশী বিদেশী পর্যবেক্ষকবৃন্দ, দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও বগুড়াবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। বগুড়ান উন্নয়নে বগুড়াবাসী সহ সকলের সহযোগীতা কামনা করেন।এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ অপেল, এ্যাড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, শেরিন আনোয়ার জর্জিস, নাসরীন রহমান সীমা, আনিছুজ্জাম মিন্টু, তপন চক্রবর্তী, রুহুল মোমিন তারিক, খালেকুজ্জামান রাজা, , টিএম নুরুন্নবী তারেক, আবু সুফিয়ান সফিক, এ্যাড. গোলাম ফারুক, আবু ওয়াবদুল হাসান ববি, আব্দুল খালেক দুলু, আব্দুল মান্নান, সুলতান আহম্মেদ, আলমগীর স্বপন, গেীতম কুমার দাস, কামরুল হুদা উজ্জল, হেফাজত আরা মীরা, আব্দুস সালাম, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, সাবরিনা পিংকি, লাইজীন আরা লীনা, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয়,শেরপুর উপজেলা /থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক -সুলতান মাহমুদ সহ প্রমুখ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রমুখ ব্যক্তিবর্গ ।